• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০২:৩০:১৪ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ দুপুর ০২:৩০:১৪ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জড়তা কাটিয়ে পুলিশকে স্বাভাবিকভাবে কাজ করার আহ্বান কেএমপির কমিশনারের

খুলনা ব্যুরো: পুলিশ সদস্যদের জড়তা কাটিয়ে স্বাভাবিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. জুলফিকার আলী হায়দার।১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খুলনা সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার তাসলিমা খাতুন, খুলনা প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামূল হক নওয়াব, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, আনিসুজ্জামান, এস এম হাবিব, এস এম জাহিদ হোসেনসহ সাংবাদিকবৃন্দ।সভায় ৫ আগস্টের পর খুলনায় যেসব অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে নগরীকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা।