• ঢাকা
  • |
  • বুধবার ৮ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৫:৫০ (23-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৮ই শ্রাবণ ১৪৩২ রাত ১১:৩৫:৫০ (23-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বকশীগঞ্জে সেতু নির্মাণের অভাবে দুর্ভোগে চর এলাকার ত্রিশ হাজার মানুষ

২৩ জুলাই ২০২৫ বিকাল ০৪:৪১:২৬

বকশীগঞ্জে সেতু নির্মাণের অভাবে দুর্ভোগে চর এলাকার ত্রিশ হাজার মানুষ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: প্রত্যন্ত অঞ্চলে একটি ব্রিজ বা একটি সড়ক শুধু যোগাযোগব্যবস্থার উন্নতিই ঘটায় না সেখানকার আর্থসামাজিক অবস্থানেও বড় পরিবর্তন নিয়ে আসে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে গাজীপাড়া-বাঙ্গালপাড়া রাস্তায় খালের ওপর নির্মিত একটি ব্রিজ যা দশ গ্রামের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছিল।

সেই সঙ্গে উপজেলার সঙ্গে গ্রামগুলোর যোগাযোগের মাধ্যমও ছিল সেটি। কিন্তু ছয় বছর আগে ভয়াবহ বন্যায় সে ব্রিজ ভেঙে যায়। নতুন ব্রিজ না হওয়ায় দশ গ্রামের মানুষ আছে নিত্য দিনের ভোগান্তিতে। আরেকটি ব্রিজ হওয়ার প্রত্যাশায় কত বছর অপেক্ষা করতে হবে সেটিই প্রশ্ন তাদের।

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হওয়ার ছয় বছর পরও নির্মিত হয়নি গাজীরপাড়া-বাঙ্গালপাড়া খালের ওপর ব্রিজ। ছয় বছর আগে বন্যায় বিধ্বস্ত হয়ে যায় ব্রিজটি। বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেও ব্রিজ নির্মাণের কোনো সাড়া পাওয়া যায় নি। ফলে গাজীরপাড়া-বাঙ্গালপাড়াসহ ১০ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষকে প্রায়শই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া থেকে বাঙ্গালপাড়া গ্রামের ছমির আলীর বাড়ির পাশে খালের ওপর একটি সরু ব্রিজ ২০১৯ সালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত হয়ে যায়। সে বছরের বন্যায় ব্রিজটি বন্যার পানির প্রবল স্রোতে ভেসে গেলে ব্রিজের জায়গাটি ভেঙে আরও বিস্তৃত হয়ে পড়ে। এই ব্রিজের পূর্বে রয়েছে গাজীরপাড়া বাজার নামে একটি বড় বাজার, নঈমিয়ার বাজার, বকশীগঞ্জ উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। পশ্চিমে রয়েছে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠান।

এই ব্রিজটি বিধ্বস্ত হওয়ার পর থেকে অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন এই এলাকার মানুষ। দীর্ঘ ছয় বছরেও নতুন করে আরেকটি ব্রিজ নির্মাণ না হওয়ায় গাজীরপাড়া, ডেরুরবিল, বাঙ্গালপাড়া, চর গাজীরপাড়া, আচ্চাকান্দি, বিলের পাড়, কতুবেরচর , নিলেরচর , দপর পাড়া, কলাকান্দা গ্রামের বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষ যাতায়াত নিয়ে চরম বিপাকে পড়েছেন।
বিশেষ করে কৃষকরা তাদের জমির ফসল বাড়িতে নিয়ে আসতে বা বাজারজাত করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বর্ষাকালে বা বন্যার সময় শিক্ষার্থীদের স্কুল, কলেজ যেতে হলে বা প্রয়োজনের তাগিদে শহরে যেতে হলে বাড়তি ৬ কিলোমিটার ঘুরে তাদের সেখানে যেতে হচ্ছে। এছাড়াও কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স আসতেও ৬ কিলোমিটার ঘুরে আসতে হয়।

ফলে সকল কাজের জন্য বাড়তি সময় ও বাড়তি টাকা খরচ করতে হচ্ছে স্থানীয়দের। গাজীরপাড়া-বাঙ্গালপাড়া রাস্তার ওপর ওই ব্রিজটি নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

গাজীরপাড়া গ্রামের গোলাম কিবরিয়া মনু গাজী বলেন, ব্রিজটি গত ছয় বছর হয়ে গেল ভেঙ্গে গেছে এখন পর্যন্ত কোন অগ্রগতি দেখতে পাই নাই, ছয় বছর ধরে শুধু মাপ নিয়েই যাচ্ছে কিন্তু কাজের নামে কোনো কিছুই হয়নি। একই গ্রামের মোস্তফা মিয়া বলেন, এই খালের ওপর ব্রিজ না থাকায় আমরা খুবই কষ্টে আছি, যাতায়াত সমস্যা, কৃষি জমির ধান, পাট, ভুট্টা বাজারে নিয়ে যেতে হয় নৌকা দিয়ে, কেউ অসুস্থ হলে হাসপাতালে যেতে হয় ৬ মাইল ঘুরে। স্কুলের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের সমস্যা ১০ মিনিটের রাস্তা সময় লাগে এক ঘণ্টা। তাই এই চর এলাকাবাসীর কথা ভেবে তাড়াতাড়ি ব্রিজটি যেন হয় এটাই বর্তমান সরকারের কাছে দাবি।

মুছা মিয়া বলেন, ব্রিজ না থাকায় শুকনো মৌসুমে কষ্ট করে পারাপার হওয়া যায় কিন্তু বন্যা ও বর্ষাকালে অবর্ণনীয় কষ্ট ভোগ করতে হয় আমাদের। বার বার স্থানীয় প্রশাসনকে অবগত করেও কোনো কাজ হচ্ছে না। অবিলম্বে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, মানবিক কারণেও হলেও এখানে একটি ব্রিজ নির্মাণ করা উচিত। আমিও একাধিকবার ব্রিজ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কিন্তু দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেল এখনো ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেইনি সরকার।  তাই এলাকাবাসীর জনদুর্ভোগ কমাতে নতুন একটি ব্রিজ নির্মাণ জোর দাবি জানাচ্ছি।

বকশীগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক বলেন, গাজীরপাড়া বাজারের পর পশ্চিম পাশে অবস্থিত খালের ওপর ৯০ মিটার দৈর্ঘ্যের  ব্রিজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে এলজিইডির প্রকল্প পরিচালক এটি পরিদর্শন করেছেন। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় ব্রিজটি এখনি কাজ করা সম্ভব হচ্ছে না। আশা করি মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দিলে দ্রুততম সময়ের মধ্যে ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বাগেরহাটে ২০ কেজি গাঁজাসহ আটক ৩
২৩ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:২৪