• ঢাকা
  • |
  • শনিবার ১লা ভাদ্র ১৪৩২ সন্ধ্যা ০৬:০৯:৪৫ (16-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নীলফামারীতে সংযোগ সড়কে ভাঙন, ২০ হাজার মানুষের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে ভারী বৃষ্টি পাতের কারণে একটি একটি সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিয়েছে। এতে করে চলাচলের দুর্ভোগে পড়েছে দুপাড়ের প্রায় ২০ হাজার মানুষ।১৪ আগস্ট বৃহস্পতিবার বিকালে নিতাই ইউনিয়নের বেলতলি বাজার সংলগ্ন এলাকার নদী পারাপারের ব্রিজটির সামনে এ ভাঙন দেখা যায়।এলাকাবাসী সূত্রে জানা যায়, উজানের ঢল আর টানা ভারী বৃষ্টিপাতে তীব্র স্রোতের কারণে ব্রিজটির  সামনে অংশ ভেঙ্গে গিয়ে যানচলাচল বন্ধ রয়েছে। এটি ভেঙ্গে যাওয়ায় নিতাই ইউনিয়ন পরিষদের সঙ্গে কয়েকটি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে । তবে স্থানীয় প্রশাসনের উদ্যোগে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।  স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বলেন, হঠাৎ করে আজকে ব্রিজটির সামনে অংশ ভেঙ্গে গিয়ে আমাদের যানচলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে। আমরা এ পাড়ের মানুষ ওপাড়ে যেতে পারছিনা। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির সংযোগ সড়কটি ঠিক করা হলে আমাদের দুর্ভোগ কমে যাবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম সাহা বলেন, একটি সেতুর সংযোগ সড়ক ভেঙ্গে গিয়ে কয়েকটি গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি।