সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সাংবাদিকদের উপর সন্ত্রাসীদের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৩ জুলাই বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি আবুল কালাম আজাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাবেক সভাপতি ও সময় টিভির জেলা প্রতিনিধি মনতাজ আহমেদ বাপি, আহত সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসির জেলা প্রতিনিধি এম বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের উপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন মূলধারার সাংবাদিকরা প্রেসক্লাবে ওঠাবসা করবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান সময়ের দখলবাজীর কারণে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওঠাবসা করা ঝুঁকি সৃষ্টি হয়েছে। দখলবাজ কমিটি সন্ত্রাসীদের লালন পালন করে। এবং তাদের দিয়ে সাংবাদিকদের উপর হামলাসহ ন্যাক্কারজনক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, গত ৩০ জুন প্রেসক্লাবে সাধারণ সভার প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতিতে দখলবাজ কমিটির পোষ্য সন্ত্রাসী দিয়ে হামলা করে। এতে ১৫ জন সাংবাদিক আহত হয়। কিন্তু পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আহত সাংবাদিকদের বিরুদ্ধেই মামলা রেকর্ড করে। এতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় সাংবাদিক ও সুশীল সমাজের মানুষের মধ্যে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মসিউর ফিরোজ, যমুনা টিভির জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভির জেলা প্রতিনিধি আহসান রাজিব, এন টিভির জেলা প্রতিনিধি জিন্নাহ, বৈশাখী টিভির শামীম পারভেজ, কালবেলার ফরহাদ হোসেন, ঢাকা পোষ্টের ইব্রাহিম খলিল ও ডেইলি ক্যাম্পাসের হোসেন আলীসহ শতাধিক মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available