• ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:৪৭:৫০ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:৪৭:৫০ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

খোকসায় কুপিয়ে ও গুলি করে একজনকে জখম

৩ জুলাই ২০২৫ সকাল ০৮:৫৪:০৪

খোকসায় কুপিয়ে ও গুলি করে একজনকে জখম

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জেরে আবু হাসান (৩৮) নামে এক ব্যক্তির উপর আতর্কিত হামলার ঘটনা ঘটেছে।

২ জুলাই বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার পাতেলডাঙি গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে মাঠে ঘাস কাটাকে কেন্দ্র করে ওই গ্রামের জনি শেখের পিতা জাহিদ শেখ ও আবু হাসানের পিতা লোকমানের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে ২ জুলাই বুধবার রাত সাড়ে ১১টার দিকে জনি শেখ আতর্কিত হামলা চালায় আবু হাসানের উপর। হামলায় আবু হাসানের পায়ে ও হাতে মারাত্মক জখম হয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত হাসানকে উদ্ধার করে প্রথমে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এশিয়ান টিভিকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত হাসানের হাতে কুপিয়ে ও পায়ে গুলি করে আহত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ