হাতীবান্ধায় বিধবা নারীকে কুপিয়ে জমি দখলের চেষ্টা
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিধবা নারীকে কোদাল দিয়ে কুপিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।ন্যায় বিচার পেতে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী আবেয়া বেওয়া(৫০)। তিনি উপজেলার সিংগীমারী ইউনিয়নের আলিমের ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, দুই মেয়ে ও স্ত্রী আবেয়া বেওয়ার নামে সাড়ে ৮১ শতাংশ জমি লিখে দিয়ে মারা যান আব্দুল আজিজ। সেই জমি চাষাবাদে চলে ছেলে সন্তানহীন বিধবা আবেয়ার সংসার। মেয়েরা তাদের স্বামীর বাড়িতে থাকায় একাই থাকেন আবেয়া। এ সুযোগে তার চাষাবাদের জমি দখলের চেষ্টা করে আসছে প্রতিবেশী মৃত বছির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন।গত ২৪ জুলাই আবেয়া বেওয়ার রোপণ করা আমন ধানের চারা উপড়ে জমি দখলের চেষ্টা করে প্রতিপক্ষ মফিজ উদ্দিন। ওই দিন দলবল নিয়ে আবেয়ার আমনের খেতে গিয়ে চারাগুলো উপড়ে ফেলছিল মফিজ ও তার লোকজন। এতে বাধা দিলে আবেয়া বেওয়াকে বেধম মারপিট করে এবং কোদাল দিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত করে। বিধবার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনায় ন্যায় বিচার পেতে পরদিন মফিজ উদ্দিনকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন বিধবা আবেয়া বেওয়া। অভিযোগ দায়েরর পর থেকে পলাতক রয়েছেন প্রতিপক্ষ মফিজ উদ্দিন।আবেয়া বেওয়া বলেন, ‘আমি তাদের বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথার চুল টেনে ধরে কাপড় ছিঁড়ে ফেলে, শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি কোদাল দিয়ে মাথায় আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।’হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’