শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় নাজমুল মাদবর (২৭) নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা।আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।২৬ এপ্রিল শনিবার দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পালং উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সেলুনে তাকে ক্ষুর দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়।নাজমুল মাতবর শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পালং গ্রামের আবুল কাশেম মাদবরের (ভেন্ডার) ছেলে। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী।মাদক ও মাদকসেবীদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করায় এলাকার বখাটে মাদকসেবীরা এ হামলা চালিয়ে বলে দাবি করেছেন নাজমুলের বাবা কাশেম ভেন্ডার।এ ঘটনায় আল আমিন বেপারী নামে এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার আহবায়ক ইমরান আল নাজির বলেন, নাজমুল মাদবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। স্থানীয় পূর্ব শত্রুতার জেরে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, নাজমুল মাদবর নামে একজনকে ক্ষুর দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় আল আমিন নামে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে হামলার কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।