• ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সন্ধ্যা ০৬:১৮:০১ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সন্ধ্যা ০৬:১৮:০১ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গবেষণা খাতে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে : সিভাসু উপাচার্য

৬ জুলাই ২০২৫ সকাল ০৮:২৭:০৯

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গবেষণা খাতে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে : সিভাসু উপাচার্য

ডেস্ক রিপোর্ট: বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় গবেষণার গুরুত্ব তুলে ধরতে এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা ও জীবনমান উন্নয়নে উদ্ভাবনী সমাধান অন্বেষণে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রথমবারের মতো আয়োজন করে ‘SZHM Trust Climate Champion 2025’ শীর্ষক একটি গবেষণাভিত্তিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৫ জুলাই শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর ট্রাস্টের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে দরিদ্র জনগোষ্ঠী। তারা ঠিকানাহীন বাস্তুহারা হয়ে পড়বে। সেই ঠিকানাহীন মানুষগুলোর জীবনমানকে সহনশীল করা, তাদের জন্য উদ্ভাবনী কিছু বের করে আনাই ছিল SZHMT Climate Champion 2025 গবেষণা প্রকল্প আহ্বানের মূল উদ্দেশ্য।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যাওয়ার ক্ষেত্রে গবেষক এবং শিক্ষাবিদদের দায়িত্ব অত্যধিক। শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট গবেষণা খাতে পৃষ্ঠপোষকতা করে দেশের মানুষের মঙ্গলের জন্য এবং পরবর্তী প্রজন্মের কল্যাণে অনবরতভাবে সৃষ্টিশীল কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. আবদুল আহাদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে উৎসাহিত করা এবং গবেষণার মাধ্যমে পরিবেশবান্ধব সমাধান খোঁজার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১০৭টি গবেষণা প্রকল্প থেকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ডাবল ব্লাইন্ড রিভিউয়ের মাধ্যমে মোট ১০টি প্রকল্প ট্রাস্ট ফান্ড থেকে অর্থায়নের জন্য SZHMT Climate Champion 2025 বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। প্রথমবারের মতো আয়োজিত এই গবেষণা প্রস্তাবনা প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী আহনাফ তাহমিদ এবং রিফাত আল আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মো. শাহ পরান এবং গোলাম নূর নবী মিরাজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মো. কামরুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মো. ইশাওয়াত নিহাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাফিয়াল মুনতাসির সাদী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মোছা. নীরা আক্তার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ঢাকা) থেকে মো. নাহিদুল ইসলাম এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (গাজীপুর) থেকে মো. ফুয়াদ হাসান সাগর।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ট্রাস্টভুক্ত প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দ এবং মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পর্ষদ সদস্য, সমন্বয়কারী ও শাখার সদস্যরাও উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মণিরামপুরে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২
৬ জুলাই ২০২৫ বিকাল ০৫:৪৯:৫৬

ডেঙ্গুতে একদিনে আরও ৩১৭ জন শনাক্ত
৬ জুলাই ২০২৫ বিকাল ০৫:৩৭:২৫

সরাইলে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার
৬ জুলাই ২০২৫ বিকাল ০৫:১৬:১৭




নোয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন
৬ জুলাই ২০২৫ বিকাল ০৩:৩৫:৪৬


বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক
৬ জুলাই ২০২৫ দুপুর ০২:৪৪:৩৭