কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে হাসান মোল্লাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুজন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা-২ আসনে ধানের শীষের প্রার্থী আমান উল্লাহ আমানের একান্ত সচিব মো. উজ্জল জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়েছে। এ ঘটনায় একটি গুলি হাসান মোল্লার পেটের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা গুরুতর।বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আমরা তদন্ত শুরু করেছি।’ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।