জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মাঝে মধ্যে শুনি শেখ হাসিনা সীমান্তের ওই পার থেকে টুক করে ঢুকে পড়ার চেষ্টা করে। আরেক মশায় মোদি মুসলমান ভাইদেরকে বাংলাদেশে পুশইন করে। আমরা মোদিকে বলব, অন্যদের বাংলাদেশে পুশইন না করে জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান।
৫ জুলাই শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জুলাই পথযাত্রা শেষে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগের ব্যবসা কারা চালায় আমরা কি জানি না? এলাকায় কারা চাঁদাবাজি করে আমরা কি জানি না? আর এলাকায় চাঁদাবাজি হতে দেয়া যাবে না, সন্ত্রাসবাদ হতে দেয়া যাবে না, কোন আলেম-ওলামাদের নির্যাতন করতে দেয়া যাবে না, কোনো মন্দির ভাঙ্গা যাবে না, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের পাখির মতো রাস্তায় হত্যা করেছে সেই বাংলাদেশ আর ফিরতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু হাসিনার পরিবর্তন চাইনি, পরিবর্তন চেয়েছি দুর্নীতিবাজ ও মাফিয়াদেরও, সংস্কারের মাধ্যমে নির্বাচন চাই।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে তখন জয়পুরহাটের নানা সমস্যা নিয়ে কথা হবে বলেও জানান তিনি।
এসময় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলটির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available