নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপি'র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কোন কোন দল, ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হউক না বুঝে হউক নির্বাচন চায় না।
তিনি আরও বলেন, কেউ কেউ বলে এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায় তারাই আসবে।
বুধবার ২ জুন দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলার উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহিদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি'র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন, ন্যাশনাল লেবার পার্টি চেয়ারম্যান ফারুক রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available