নরসিংদীতে ভূমি মেলা উপলক্ষে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীতে ভূমি মেলা উদযাপন উপলক্ষে ‘ভূমি অটোমেশ’ বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ ও উত্তরণের পথ-নকশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।২৪ মে শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্জন দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার সৈয়দ মো. আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবু হারিছ রিকাবদার, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, শিক্ষক আলতাফ হোসেন নাজির।সেমিনারে ২৫ জন অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন জেলার সকল উপজেলার এসিল্যান্ড, এনডিসি, আরডিসি, সাব-রেজিষ্ট্রাট অফিসারসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ।সেমিনারের পরে ভূমিসেবা গ্রহণকারীদের সেবা দিতে প্রতিটি উপজেলায় ২টি করে অনলাইন সেবা সেন্টার উদ্বোধন করে জেলা প্রশাসক।