নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
২২ মে বৃহস্পতিবার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফ, সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান বিএসসি, বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা শাহ আজিজ ভূঁইয়া, বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি লক্ষণ চন্দ্র মজুমদার, অভিভাবক প্রতিনিধি মনির হোসেন, শারেরীক শিক্ষা শিক্ষক খোদেজা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ফুটবল খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীগনের মাঝে ব্যাপক উৎসাহের আমেজ লক্ষ করা যায়। স্কাউটস টিম বাধ্যযন্ত্র বাজিয়ে খেলার মাঠ প্রদর্শন করে খেলোয়াড় ও দর্শকদের মাতিয়ে তোলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মজিবুর রহমান মোল্লা বলেন, লেখাপড়ার পাশাপাশি শরীর চর্চায় খেলাধুলার বিকল্প নেই। তাই বিদ্যালয়ের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ঐতিহ্যের কৃতিত্ব ধরে রাখতে সকল ধরনের কার্যক্রম চালিয়ে নেওয়া হবে আশাবাদ ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available