• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০১:৫৫:১৪ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০১:৫৫:১৪ (19-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান, পেলেন অনিয়ম-দুর্নীতি

১৯ মে ২০২৫ সকাল ১০:৪৩:৪৬

লালমনিরহাট সদর হাসপাতালে দুদকের অভিযান, পেলেন অনিয়ম-দুর্নীতি

লালমনিরহাট প্রতিনিধি: অনিয়ম দুর্নীতির অভিযোগে লালমনিরহাট সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

১৮ মে রোববার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন দুদকের এ অভিযান পরিচালিত হয়।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীরর নেতৃত্বে দুদকের ৫ জন সদস্য এই অভিযানে অংশ নেন।

এ সময় তারা ছদ্মবেশে জরুরী বিভাগ, আউটডোর, ও হাসপাতালে ভর্তিকৃত রোগীদের ও আত্মীয় স্বজনদের সাথে খোঁজখবর নেন। রোগীদের খাবারের মান, পরিমান ও তালিকা সংগ্রহ করেন। খাবারের পরিমাণ বাজেটের তুলনায় অনেক কম দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। প্রতি পিস মাছের ওজন ৯০ গ্রাম হওয়ার কথা থাকলেও সেটি দেয়া হচ্ছে ৩০ থেকে ৫০ গ্রামের মধ্যে। তাছাড়াও ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা, দালালদের দৌরাত্ম, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, রোগী পরিবহনে ট্রলিতে টাকা গ্রহণ, টয়লেটের দরজায় তালা বন্ধ রাখা, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তিসহ বিভিন্ন অনিয়ম দেখতে পান।

অভিযান শেষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মিজানুর রহমান চৌধুরীর জানান, লালমনিরহাট সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি দুদক টিম লিখিত আকারে এসব অভিযোগ দুদক কার্যালয় প্রেরণ করবেন বলে জানান।

এ অভিযানের সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সামিরা বেগম উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফেরিতে বসে জুয়া খেলার সময় আটক ২
১৯ মে ২০২৫ সকাল ১১:৫৯:৫৫