রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ঋণের টাকা আদায়ের নামে এক নারীর দুধেল গাভী নিয়ে গেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বেল্লাল হোসেন খান। ফলে মা থেকে আলাদা হয়ে পড়া বাছুরটিকে কোলে নিয়ে বিচার চেয়ে আদালতে হাজির হন সেই নারী।
ভুক্তভোগী নারীর নাম নারগিস আক্তার। তিনি শুক্তাগড় ইউনিয়নের বাসিন্দা।
এই ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং মানুষের বিবেকে নাড়া দেয়। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয় রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ড জাতায়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. বেল্লাল হোসেন খানকে।
১৫ মে বৃহস্পতিবার রাতে রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের আহবায়ক রতন দেবনাথ ও সদস্য সচিব আমিনুল ইসলাম খান রিয়াজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনি পাওনা টাকা আদায় করতে গিয়ে জনৈক আবু বকরের পোষা গাভী তার গোয়াল থেকে নিয়ে এসেছেন। যা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়। আমরা অত্যন্ত ব্যথিত হই। আপনার এই কর্মকাণ্ড কোনো সভ্যসমাজের আচারণ হতে পারে না। যেহেতু আপানি জেনে শুনে এ ধরনের কাজে লিপ্ত হয়েছেন তাই দল আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সমস্ত পদ ও পদবী এবং দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available