শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব
লালমনিরহাট প্রতিনিধি: কমিটি গঠনের এক মাস পূর্ণ হওয়ার আগেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারালেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মো. মিঠুন সরকার মিঠু।এর আগে ২৬ জুন কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে ঘোষিত নবগঠিত আহ্বায়ক কমিটিতে মো. আব্দুস সাত্তারকে আহ্বায়ক ও মো. মিঠুন সরকার মিঠুনকে সদস্য সচিব এবং মো. এরশাদুল হক আসাদকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।এরপরে গত ২০ জুলাই রোববার কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব মিঠুন সরকার মিঠুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে' তাকে তার পদ থেকে অব্যাহতি প্রদান করে সদস্য সচিবের পদটি শূন্য ঘোষণা করা হলো। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, শীঘ্রই এই শূন্য পদে নতুন দায়িত্ব প্রদান করা হবে। একইসাথে, অব্যাহতিপ্রাপ্ত নেতার সঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য কঠোর নির্দেশ প্রদান করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।