• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:০০ (08-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাজধানীর মিরপুরের বস্তি থেকে মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের বস্তি থেকে বিপুল পরিমাণে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।৮ অক্টোবর বুধবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত দিয়াবাড়ি আর্মি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর-১২ এর সিরামিক বস্তিতে অভিযান পরিচালনা করে। এ সেলিম ও জাকিরসহ মোট ৩ জন মাদক ব্যবসায়ী এবং ৩ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।সেনাবাহিনীর অভিযান করার সময় ১টি ডেমো পিস্তল, ১২০ পিস ইয়াবা, নগদ ৩৬,৩৪৫.০০ টাকা, গাঁজা, ৫ বোতল মদ ও কিছু সংখ্যাক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।পরবর্তীতে তাদের মিরপুর পল্লবী থানায় আসামিদের হস্তান্তর করা হয়।