• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৮:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৮:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শ্রীপুরে পুলিশের উপর হামলা, ক্যাসিনো ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

১৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:৩০:৪৮

শ্রীপুরে পুলিশের উপর হামলা, ক্যাসিনো ব্যবসায়ীসহ গ্রেফতার ৭

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের বেতজুরি গ্রামে অনলাইন জুয়ার আসরে জয়দেবপুর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় জুয়ারীরা পুলিশের গতিরোধ করে হামলা চালায় জুয়ারীরা। হামলা কারীরা পুলিশকে আহত করে অবরুদ্ধ করে রাখে।

১২ এপ্রিল রোববার রাতে উপজেলার বেতজুরী গ্রামে ঘটনা ঘটে। গ্রেফতাররা হলেন উপজেলার বেতজুরী গ্রামের মো. সেলিম মিয়া (৩১), মো. মোশারফ হোসেন (৩১), আবুবক্কর সিদ্দিক (১৯), মো. নাজমুল হোসেন (২৭), মো. আ. রহমান (৫২), সোহেল রানা (২৮) ও ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকার রুবেল মিয়া (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, শ্রীপুরের বেতজুরি গ্রামে অনলাইন জুয়ার আসরে অভিযান চালানোর পুলিশের গতিরোধ করে হামলা চালায় জুয়ারীরা। এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে । ঘটনাস্থল থেকে সাত জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রোববার রাতে জয়দেবপুর থানার উপপরিদর্শক(এস আই)  মো. তাজুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। আহত পুলিশ সদস্যরা হলেন জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলা, মো. রাকিবুল হাসান, উপ সহকারী পরিদর্শক এমরান উদ্দিন, কনস্টেবল ফিরোজ হোসেন, রিয়াদ হোসেন, আশরাফুল ও আবুল কালাম। আহতদের উদ্ধারকরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার পরিদর্শক (ওসি) হালিম উদ্দিন জানান, গোপন সংবাদে জানা যায়  বেতজুড়ি গ্রামে অনলাইনে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. তাজুল ইসলাম ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় জুয়ারীরা হামলা চালিয়ে সাত জন পুলিশ সদস্যকে আহত করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাত জুয়ারীকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, জয়দেবপুর থানার উপরিদর্শক (এসআই) মো. তাজুল ইসলাম রাত সাড়ে নয়টার দিকে বাঘের বাজারে নিয়মিত টহলে ছিলেন। এ সময় গোপন সংবাদে খবর পান বেজুরী গ্রামের লতিফ মিয়ার বাড়িতে অনলাইনে জুয়া খেলা হচ্ছে। তিনি ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। এসময় জুয়ারীরা ডাক চিৎকার শুরু করে। তাদের সহযোগীদেও নিয়ে পুলিশের পথরোধ করে হামলা চালায়। এলোপাতাড়ি মারপিট করে  পুলিশের সাত সদস্যকে গুরুতর আহত করে।  খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহত অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ৭ জুয়ারীতে গ্রেফতার করে। আহত পুলিশ সদস্যদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়।    

শ্রীপুর থানার পরিদর্শক মো. জয়নাল আবেদীন মন্ডল জানান, ঘটনা স্থলে অভিযান চালিয়ে ৭ জুয়ারী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



কুমারখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:১১:৫৫


ফুলবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:০২:৪৮





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯