• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:১৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সন্ধ্যা ০৬:০১:১৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে ৯০টি আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন

৩০ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৫৩:২৬

নোয়াখালীতে ৯০টি আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বেগমগঞ্জে প্রশাসনের সহায়তায় ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে নির্মিত ৯০টি ঘর বন্যা কবলিত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হস্তান্তর উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

৩০ এপ্রিল বুধবার সকালে উপজেলার চৌমুহনী পৌর এলাকার মিয়ারপোল সন্নিকটে উত্তর হাজিপুর গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আরেফিন, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টার বিশেষ আবাসন প্রকল্পের আওতায় এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয়।

উল্লেখ্য, গত বছর নোয়াখালীসহ দেশের দক্ষিণাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামে প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে। এতে ৩ লক্ষ ১৭ হাজার ৩৫৯ টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫