মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দর্জি বিল্লাল হোসেন হত্যাকাণ্ডের মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
৩০ এপ্রিল বুধবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
শিবালয়ের দক্ষিণ খানপুর এলাকার বাসিন্দা এখলাছ মাতব্বরের ছেলে পারভেজ হোসেন ওরফে সুমন শেখ ও শহিদ বেপারীর ছেলে আলীম হোসেন।
রায়ে পারভেজকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডে পরিণত হবে। অন্যদিকে, আলীম হোসেনকে যাবজ্জীবনের সঙ্গে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং অনাদায়ে তিনিও ২ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করবেন।
বিল্লাল হোসেন কাক্কোল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মাচাইন বাজারে দর্জির কাজের পাশাপাশি একটি এনজিওতে চাকরি করতেন।
মামলার সূত্রে জানা যায়, বিল্লালের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন পারভেজ হোসেন। তবে পরিবার থেকে সেই প্রস্তাবে সম্মতি না দেয়ায় ক্ষুব্ধ হয়ে বিল্লালকে প্রাণনাশের হুমকি দেন তিনি। ২০১৬ সালের ২ নভেম্বর রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন বিল্লাল। পরদিন রাত সাড়ে ১২টার দিকে হরিরামপুর সীমান্তের কাছে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ১৫ মার্চ উপ-পরিদর্শক আশিষ কুমার সান্যাল চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযুক্তদের মধ্যে একজন শিশু হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ বলেন, ‘আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে এবং রায়ে আমরা সন্তুষ্ট।’
তবে আসামি আলীমের আইনজীবী কামরুল ইসলাম জানিয়েছেন, এই রায়ে সুবিচার হয়নি বলে তারা মনে করেন এবং উচ্চ আদালতে আপিল করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available