• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৩:৫২ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৩:৫২ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময়

২৮ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:২৩

রৌমারীতে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময়

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল রোববার জেলার রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোটকেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসারদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রৌমারীতে সকাল ১১টায় নুরুল ইসলাম পাপ্পুলিয়া মিলনায়তনে এবং রাজিবপুরে বিকেল ৩টায় রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে কর্মসূচির আয়োজন করা হয়।

প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. আলমগীর, রৌমারীর ইউএনও মো. নাহিদ হাসান খান, রাজিবপুরের ইউএনও মো. তানভীর আহমেদ, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমান পিপিএম, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মো. আবু ছায়েম মিয়া, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মো. ইমদাদুল ইসলাম, রাজিবপুর উপজেলা নির্বাচন অফিসার লিটু আহমেদসহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসারগণ।

বক্তারা কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে নির্বাচন কমিশন নির্ধারিত সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন।

সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার ঊর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ