বকশীগঞ্জে আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে নতুন আঙ্গিকে চালু হওয়া আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলে নতুন ভবনে পাঠদান কার্যক্রম চালু উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৯ জুলাই শনিবার দুপুরে উপজেলা পশু হাসপাতাল রোডে অবস্থিত বকশীগঞ্জের প্রথম ইংলিশ ভার্সন এ স্কুলে পাঠদান কার্যক্রম চালু হয়েছে।আলোচনা সভায় আমেরিকান ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, হালিমা সুরুজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান শামীম, শিক্ষক আব্দুল্লাহ আল আমিন মিনু, অভিভাবক তাজুল ইসলাম, অভিভাবক শ্যামলী আক্তার, শিশু শিক্ষার্থী আরস প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ। এ স্কুলের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং অভিভাবকরা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।এসময় পরিচালক আল আমিন অভিভাবক , সুধীজনসহ সচেতন মহলের সহযোগিতা কামনা করেন।