ভাঙ্গুড়া (ফরিদপুর) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত দুই শিশু পিতা আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭), আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭) তার একই গ্রামের বাসিন্দা। উভয়ই আপন চাচাতো ভাই এবং ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্থানী ও পারিবারিক সূত্রে জানা যায়, মাসুম ও আবির দুই জন খেলনা নিয়ে খেলা করতে করতে সকলের চোখের আড়ালে নদীর ধারে চলে যায়। ছেলে আবিরকে খুঁজতে খুঁজতে দেখে নদীর ধারে ছেলেদের খেলনা এবং স্যান্ডেল পরে রয়েছে। তখন আবিরের মা নদীতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী থেকে উঠে আসে।
এরপর আবিরের মা ডাক চিৎকারে নদীতে এলাকার অনেকেই খোঁজাখুঁজি শুরু করে মোশাররফ নামে এক ব্যাক্তি তাদের নদী গর্ভে থেকে উদ্ধার করে।
তাদেরকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউ, ডি মামলা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available