গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন আতাউর রহমান মোল্লাহ্
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্র নেতা আতাউর রহমান মোল্লাহ্ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।১৬ অক্টোবর শুক্রবার দুপুর ১২টায় তিনি শ্রীপুরে এ মতবিনিময় সভা করেন।আতাউর রহমান মোল্লাহ্ বলেন, জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা' তিনি তৃণমূল মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তারই লক্ষ্যে গাজীপুর-৩ আসনকে "আধুনিক, মানবিক, সবার বাসযোগ্য এক আদর্শ নগরী" হিসেবে গড়ে তোলা।ছাত্র রাজনীতি ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রীপুর এবং গাজীপুর সদর উপজেলার গ্রামে ঘুরে তিনি এলাকার মানুষের সমস্যাগুলো চিহ্নিত করেছেন এবং সুযোগ পেলে সেগুলো সমাধানের অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, "শ্রীপুর থেকে বিগত সময়ে কোনো প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এই এলাকার মানুষ তাদের পছন্দের মানুষকে ভোট দিতে পারেনি।" তিনি তাঁর নির্বাচনী এলাকার জন্য মোট ২৩টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। বিচার ও সুশাসন: তৃণমূলের কাঠগড়ায় সাত দিনে একদিন, জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা, দলমত নির্বিশেষে ইনসাফপূর্ণ সমাজ কায়েম, সন্ত্রাস-ভূমিদস্যুতা-চাঁদাবাজি ও মামলা বাণিজ্য নির্মূল।স্বাস্থ্য ও মাদক নিয়ন্ত্রণ: সবার জন্য স্বাস্থ্য সেবা সুরক্ষা, মাদকের মহাজন সহ রাস্তা বন্ধকরণ।অর্থনীতি ও ব্যবসা: হাটবাজারে খাজনা হয়রানী বন্ধ, ব্যবসা বান্ধব পরিবেশ বিনির্মাণ।নারী ও শ্রমিক অধিকার: নারী অধিকার সর্বক্ষেত্রে সমাদৃত, শ্রমিক ভাই-বোনদের নিরাপত্তা নিশ্চিতকরণ।উন্নয়ন ও পরিবেশ: যানজট নিরসনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, সমাজের গুরুত্বূর্ণ ব্যক্তিবর্গের সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠন, নদী-খাল সমহে পানি প্রবাহ বৃদ্ধিকরণ, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ।