• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:০২:২৬ (02-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দিনাজপুরে জেলা পুলিশের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নবাগত পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম–কে বরণ করে নেওয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা ও “গার্ড অব অনার”-এর মধ্য দিয়ে।৩০ নভেম্বর রোববার দুপুরে তিনি পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে দিনাজপুর জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।পরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নবাগত পুলিশ সুপারের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় তিনি শৃঙ্খলা, পেশাদারিত্ব, সততা, জনগণের সেবা, মাদক নির্মূল, সাইবার নিরাপত্তা, কমিউনিটি পুলিশিং, অপরাধ দমনসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পুলিশ সুপার বলেন, দিনাজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও শক্তিশালী ও সহনশীল রাখতে জেলার প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতা, নৈতিকতা ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য। দিনাজপুরের উন্নয়ন ও জননিরাপত্তায় সবার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আনোয়ার হোসেন, সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।