দক্ষিণখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে দক্ষিণখান এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে স্থানীয় এলাকায় আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি দক্ষিণখানবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।এতে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, দক্ষিণখান বিএনপি সবসময় সাংগঠনিকভাবে শক্তিশালী ভূমিকা পালন করে এসেছে এবং আগামী নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণে সক্রিয় ভূমিকা রাখবে।সঞ্চালকের দায়িত্ব পালন করেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে এবং সংঘবদ্ধভাবে কাজ করলে সফলতা নিশ্চিত করা সম্ভব।অনুষ্ঠানে বক্তারা দক্ষিণখান থানা বিএনপির সার্বিক কর্মকাণ্ড, ভোটারদের প্রত্যাশা, সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নির্বাচন সামনে রেখে করণীয় বিষয়ে আলোচনা করেন। সভায় স্থানীয় বাসিন্দাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।নেতারা আশা প্রকাশ করেন যে ২০২৬ সালের নির্বাচন দক্ষিণখান এলাকার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।