দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাগত পুলিশ সুপার মো. জেদান আল মুসার সভাপতিত্বে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার জেদান আল মুসা দিনাজপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংগঠিত ও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন, মাদক নির্মূল এবং পুলিশের কার্যক্রমকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজ উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। অপরদিকে, সভায় সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত চ্যালেঞ্জ ও জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার এসব পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।