• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ দুপুর ১২:০৬:২৯ (09-Jan-2026)
  • - ৩৩° সে:
কাউনিয়ায় এনসিপির সদস্যসচিব আখতারের মতবিনিময়

কাউনিয়ায় এনসিপির সদস্যসচিব আখতারের মতবিনিময়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলির প্রার্থী ও এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় আখতার হোসেন সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের প্রত্যাশা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক সারওয়ার আলম মুকুল, সাইদুল, অরেঞ্জ, সাইফুল, আমজাদ, মিজানুর, তুষার, মিজান প্রমুখ।সাংবাদিকরা কাউনিয়া-পীরগাছা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও নির্বাচনী প্রত্যাশা তুলে ধরেন। আখতার হোসেন সেগুলো গুরুত্ব সহকারে শোনেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়ায় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন আখতার হোসেন।