• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:২৭ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:২০:২৭ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নওগাঁয় ৩০ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

২১ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৮:৪৯

নওগাঁয় ৩০ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার ইউনিয়ন সমূহের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ৩০ দিনের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে কোর্সটি বাস্তবায়ন করছে নওগাঁ সদর উপজেলা প্রশাসন।

২১ এপ্রিল রবিবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কর্মসূচির উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রবিন শীষ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

শুরুতেই প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি গোলাম মওলা। অনুষ্ঠানে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপ-পরিচালক খন্দকার মো. মাহবুবুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল রানা, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মু. জাবেদ ইকবাল, কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক। উপজেলা প্রশাসনের অন্যান্য দফতরের প্রধান, সদর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সদর উপজেলার ১২টি ইউনিয়নের ৪০জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণ হলো একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি বাড়ি যাদের চেনা তারা হলেন গ্রাম পুলিশ। তাই গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাহিনী। কিন্তু এই বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব সঠিক ভাবে বাস্তবায়ন করতে ভয় পান।

জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের গ্রাম পুলিশ বাহিনীকে আরও আধুনিকায়ন ও চৌকস করতে নানা পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। তাই আগামীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট গ্রাম পুলিশ বাহিনীর কোন বিকল্প নেই। মাসব্যাপী প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান অক্ষরে অক্ষরে পালন ও প্রয়োগ করতে গ্রাম পুলিশ বাহিনীর প্রতি নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নওগাঁয় পর্নোগ্রাফির দায়ে আটক ৭
১২ মে ২০২৪ বিকাল ০৫:১৩:০৪







বরিশালে কমলো জিপিএ ৫ ও পাশের হার
১২ মে ২০২৪ বিকাল ০৩:৪৮:০০


বাজারে এলো রিয়েলমি সি৬৫ স্মার্টফোন
১২ মে ২০২৪ বিকাল ০৩:৩৭:২৮