• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪৩:৩৯ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪৩:৩৯ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জগন্নাথপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর হবিগঞ্জ থেকে গ্রেফতার

২৫ ডিসেম্বর ২০২৩ দুপুর ১২:৪৩:০৪

জগন্নাথপুরের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২০ বছর পর হবিগঞ্জ থেকে গ্রেফতার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎ ২০ বছর পালিয়ে থাকার পর অবশেষে হবিগঞ্জ থেকে গ্রেফতার হয়েছেন।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানার সাব-ইন্সপেক্টর অলক দাশ ও সজিব মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদরের কালীবাড়ি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌধুরীর পুত্র বিশ্বজিৎ চৌধুরী (৪৫)কে গ্রেফতার করে।

২২ ডিসেম্বর শুক্রবার গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালে দলবেঁধে পালাক্রমে ধর্ষণের অভিযোগ এনে ৭ জনকে আসামি করে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন জনৈক ধর্ষিতা। এরপর থেকেই মামলার প্রধান আসামি বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন।

দীর্ঘ ৪ বছর পলাতক থাকার কারণে তার অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর বিশ্বজিৎ প্রথমে ভারতে চলে যায়। পরবর্তীতে সে দেশে ফিরে হবিগঞ্জে তার নাম পরিচয় গোপন রেখে ছদ্মনাম ধারণ করে সেখানে বিয়ে করে স্হায়ীভাবে বসবাস করছিল। সেখানে ভিডিও ক্যামেরাম্যানের কাজ করে আসছিল।

তিনি আরও বলেন, প্রায় ২০ বছর পালিয়ে থাকার পর ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদরের কালীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে শুক্রবার সুনামগঞ্জ জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ