• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই কার্তিক ১৪৩২ রাত ০১:১৮:১২ (31-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ ও র‍্যাব-৩ এর যৌথ অভিযানে সুনামগঞ্জের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল কল্লান (৫০) কে রাজধানী ঢাকার মধ্যবাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।২৮ অক্টোবর মঙ্গলবার র‍্যাব-৯ ও র‍্যাব-৩ এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে কামালকে গ্রেফতার করে।পরবর্তীতে ৩০ অক্টোবর বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. মহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার কামাল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।তিনি আরও জানান, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ছিল। মামলায় আদালত তাকে দণ্ড প্রদান করেছিলেন।