• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৯:০১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৫:৩৯:০১ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩

ওয়াহিদুর রহমান জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।২৭ এপ্রিল রোববার গ্রেফতারদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতার হলেন- উপজেলার বেতাউকা গ্রামের আব্দুল মন্নানের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি বদরুল আলমকে (২৮) ও ইকড়ছই গ্রামের আরজু মিয়ার পুত্র পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. চৈল উদ্দিন মিয়াকে (৪৯) এবং চিলাউড়া গ্রামের মৃত. আব্দুল ছায়েদ মিয়া ওরফে ছমোদ মিয়ার পুত্র গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আক্তার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন,সাব-ইন্সপেক্টার মো. রফিকুল ইসলাম, সাব-ইন্সপেক্টার লুৎফুর রহমান, এএসআই মো. হুমায়ূন কবির বাহার, এএসআই ভানু লাল রায় ও এএসআই মো. জাহাঙ্গীর আলম মজুমদারের নেতৃত্বে পুলিশদল রাতভর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন।জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, গ্রেফতারদের রোববার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।