• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১১:১৪:৩৬ (16-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ১১:১৪:৩৬ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সার্ভার জটিলতায় আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের দুর্ভোগ চরমে

৮ জুন ২০২৩ দুপুর ১২:৫১:০৩

সার্ভার জটিলতায় আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের দুর্ভোগ চরমে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আন্তর্জাতিক স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী পাসপোর্টধারী যাত্রীরদের চাপ বেড়েছে কয়েক গুণ। সার্ভার জটিলতার কারণে তীব্র গরমে যাত্রীদের দুর্ভোগ চরমে। বন্ধ রয়েছে যাত্রী পারাপারও। এর ফলে যাত্রীদের ট্রেন এবং ফ্লাইটের টিকেট মিস হওয়ার সম্ভাবনা রয়েছে।

৮ জু্ন বৃহস্পতিবার আখাউড়া ইমিগ্রেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, ইমিগ্রেশনের সামনে,মাঠে এবং বারান্দায় যাত্রীদের উপচে পড়া ভিড়। ভারত থেকে বাংলাদেশে আসা যাত্রী ছাড়াও ভারতগামী বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন জেলা থেকে আখাউড়া ইমিগ্রেশনে এসেছেন পাসপোর্টধারী যাত্রীরা।

সার্ভার কাজ না করায় যাত্রীদের সময় ক্ষেপণ হচ্ছে। এ কারণে ক্ষোভ প্রকাশ করেন ইমিগ্রেশনে আশা যাত্রীরা। একই সাথে তারা  কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করছেন। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, ঢাকার অনুমতি ব্যতীত ম্যানুয়ালি কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া বলেন, আজকে সকাল থেকে সার্ভারের সমস্যা নিয়ে আমাদের এসএস ল্যান্ড এন্ড সিপোর্ট, ঢাকা এয়ারপোর্ট সার্ভার এনালাইজের সকল সিনিয়র অফিসারদেরকে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা থেকে উনারা জানিয়েছেন সার্ভারের কাজ চলতেছে। এর ভিতর একবার একটু রিলিজ করেছিল মাত্র পাঁচ মিনিট কাজ করার পর আবার বন্ধ হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা আবার বিষয়টি জানিয়েছি। সিনিয়র অফিসাররা মিটিংয়ে রয়েছেন। মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে, সেই অনুযায়ী আমরা কাজ করবো। আমাদের জায়গা কম, তাই অতিরিক্ত গরমে যাত্রীদের সমস্যা হচ্ছে। অনেক যাত্রীদের ফ্লাইট আছে। কারো আবার ট্রেনের টিকেট কাটা আছে। সার্ভার সমস্যার কারণে এগুলি মিসিং হওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যানুয়ালি কাজ চালানোর সিদ্ধান্ত আমরা  নিতে পারব না। আমরা ঢাকার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


উত্তরায় মাই টিভির বর্ষপূর্তি উদযাপন
১৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:২৮:৫৯







রায়পুরায় জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
১৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:১৩:৫৯