ডেস্ক রিপোর্ট: মিয়ামি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘আন্তর্জাতিক পদার্থবিদ্যা সম্মেলন মিয়ামি-২০২৪’-এ বাংলাদেশ এর পক্ষ থেকে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের পিএইচডি গবেষক মো. নাজিউর রহমান। সম্মেলনে অক্সফোর্ড, হার্ভার্ড, এমআইটি, ফার্মি ল্যাব, সিইআরএন এর মতো পৃথিবীর বিখ্যাত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে মো. নাজিউর রহমান তার ‘দ্যা থিওরি অব মিস্ট্রি’ নিয়ে গবেষণাটি প্রকাশ করেন। যা ব্যাপকভাবে আলোচিত ও প্রসংশিত হয়েছে এবং পিএইচডি করার জন্য সুপারিশপত্র পেয়েছে।
তার গবেষণা সম্পর্কে নাজিউর রহমান জানান, ‘দ্য থিওরি অব দ্য মিস্ট্রি’ এমন এক তত্ত্ব, যা আমাদের মহাবিশ্ব ও কণাস্তরের গভীর রহস্য উন্মোচন করে। এটা কেবল কোয়ান্টাম পদার্থবিজ্ঞান ও মহাকাশবিজ্ঞানের গণ্ডি ছাড়িয়ে যায়, আমাদের মহাবিশ্বের গঠন সম্পর্কে সম্পূর্ণ নতুন ধারণা দেয়। এই তত্ত্বের মূল ভিত্তি একটি সহজ কিন্তু গভীরতাপূর্ণ সমীকরণ। যে সমীকরণ দেখায় যে মহাবিশ্বে প্রতিটি কণা ও মহাজাগতিক বস্তু একটি পরম সামঞ্জস্যে আছে, যাকে আমরা বলি “সুপার সিনক্রোনাইজেশন”। অর্থাৎ, ভর ও ব্যাসার্ধের মধ্যে এক অলৌকিক ভারসাম্য বিরাজমান।
তিনি আরও জানান, ‘থিওরি অব দ্য মিস্ট্রি’ আমাদের গ্যালাক্সির গতিবিধির এক নতুন দৃষ্টিকোণ দেয়। একটি বিপ্লবী পথচিত্র তৈরি করে, যা আমাদের মহাবিশ্বের অসীম রহস্য উন্মোচনের পথে নিয়ে যায়। এটি বিজ্ঞানের পরিচিত গণ্ডি ও অজানা রহস্যের মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে। এটি একটি সিম্ফনি যা আমাদের আমন্ত্রণ জানায় মহাবিশ্বের প্রান্ত ছুঁয়ে দেখার।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available