• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৪৩ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৪৩ (09-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ধসে নিহত ২৬

২৪ আগস্ট ২০২৩ সকাল ০৮:৪৪:০২

ভারতের মিজোরামে নির্মাণাধীন রেল সেতু ধসে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেতুর একটি অংশ ধসে পড়ার সময় সেখানে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। তাদের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

২৩ আগস্ট বুধবার ভারতের পূর্বাঞ্চলের মিজোরাম রাজ্যের সাইরাং শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে কুরুং নদীর ওপর এই ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু ভেঙে পড়ার পর নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ জনে পৌঁছেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুঃখ ও সহানুভূতির গভীরতা কথায় প্রকাশ করা সম্ভব নয়।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সরকার নিহতদের নিকটাত্মীয়দের ২ লাখ রুপি করে প্রদান করবে। এছাড়া আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ধসে ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। সূত্র: বিবিসি।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২
৯ মে ২০২৫ দুপুর ১২:১০:৩৬