নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলার নিরাপত্তার স্বার্থে শাহবাগ থেকে পলাশী পর্যন্ত পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
৩১ জানুয়ারি মঙ্গলবার সকালে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
খন্দকার গোলাম ফারুক জানান, কড়া নিরাপত্তার বলয়ে থাকবে বইমেলা, ডিএমপি করবে সাইবার মনিটরিং।
দর্শণার্থী ক্রেতা-বিক্রেতা সবার সহযোগিতা কামনা করে ডিএমপি কমিশনার বলেন, অতীতে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেগুলোর যাতে পুনরায় না ঘটে, সে জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
লেখকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, কোনো হুমকি নেই, তারপরেও বিশেষ নজর থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available