• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ দুপুর ০২:০৮:৩১ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ দুপুর ০২:০৮:৩১ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

৩ জুলাই ২০২৫ রাত ০৮:৫৬:০১

উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বিচারব্যবস্থার সুফল ভোগ করতে হলে উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৩ জুলাই বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে স্বাধীন বিচারব্যবস্থার সুফল জনগণ ভোগ করতে পারবে না। তাই, উচ্চ এবং নিম্ন আদালতে ফ্যাসিস্টমুক্ত হতে হবে। তারপরে স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।

তিনি বলেন, আমাদের নেতাকর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে। সেই ফ্যাসিস্টদের যেন আমরা রক্ষা না করি। উচ্চ এবং নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসরেরা না থাকে।

বিএনপির এই নেতা বলেন, তাদের অপরাধের জন্য শুধু চাকরি গেলে হবে না, তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে। 

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজকের আলোচনার বিষয়ে সালাহউদ্দিন বলেন, বিগত সময়ে রাষ্ট্রপতির ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে। তাই, নীতিগতভাবে একমত পোষণ করেছি, রাষ্ট্রপতির ক্ষমতাটা আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা
৪ জুলাই ২০২৫ দুপুর ১২:১৩:৫৬