• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ০২:২০:৫৬ (10-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৬শে বৈশাখ ১৪৩২ রাত ০২:২০:৫৬ (10-May-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

স্ক্যান সিমেন্টের নতুন সংযোজন ‘স্ক্যান মাল্টি পারপাস সিমেন্ট’

১১ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:৩৬:৩০

স্ক্যান সিমেন্টের নতুন সংযোজন ‘স্ক্যান মাল্টি পারপাস সিমেন্ট’

নিজস্ব প্রতিবেদক: জার্মান বহুজাতিক সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান হাইডেলবার্গ সিমেন্ট সম্প্রতি তাদের স্বনামধম্য ব্র্যান্ড স্ক্যান সিমেন্টেরর নতুন একটি ক্যাটাগরি ‘মাল্টি পারপাস সিমেন্ট’ বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এখন থেকে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট (ওপিসি) ও পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের (পিসিসি) পাশাপাশি তাদের এই মাল্টি পারপাস সিমেন্ট (এমপিসি) বাজারে পাওয়া যাবে।

মাল্টি পারপাস সিমেন্ট মূলত সর্বাধুনিক প্রযুক্তি ও বিশ্বমানের কাঁচামাল ব্যবহার করে প্রস্তুতকৃত উন্নত গুনগত মানসম্পন্ন এবং যথাযথ শক্তি প্রদানে সক্ষম একটি কার্যকরী সিমেন্ট, যা স্থাপনার ফাউন্ডেশন, ঢালাই, বিম, কলাম, প্লাস্টার ইত্যাদি সব কাজে ব্যবহারের জন্য একটি স্মার্ট সমাধান। মাল্টি পারপাস সিমেন্টের স্ট্রেন্থ ৪২.৫ এমপিএ থেকে ৬২.৫ এমপিএ পর্যন্ত হওয়ার কারণে এটি সার্বিকভাবে পিসিসি সিমেন্টের সমতুল্য এবং এটি কংক্রিটকে দীর্ঘমেয়াদে পিসিসি থেকে অধিক শক্তি প্রদানে সক্ষম।

স্ক্যান মাল্টি পারপাস সিমেন্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইডেলবার্গ সিমেন্টের সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর সায়েফ নাসির, ডিভিশনাল সেলস হেড আরিফ-উর-রহমান, প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিলারগণ।

এসময় সায়েফ নাসির বলেন, স্ক্যান সিমেন্ট কোয়ালিটির জন্য সর্বদাই মানুষের কাছে গ্রহণযোগ্য এবং সুপরিচিত একটি নাম। দীর্ঘ ২৫ বছর ধরে দেশের সিমেন্ট ব্যবহারকারীদের একটি আস্থার নাম হিসেবে রয়েছে স্ক্যান সিমেন্ট। স্ক্যান মাল্টি পারপাস সিমেন্টের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থাপনার যেকোনো স্থানে ব্যবহারযোগ্য এবং সময়ের সাথে সাথে নির্মাণের শক্তি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। বিশ্বব্যাপী নেতৃস্থানীয় নির্মাণসামগ্রী প্রস্তুতকারক হিসেবে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশে ২০০৪ সালে সর্বপ্রথম পিসিসি সিমেন্টের প্রচলন শুরু করে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং মানুষের আস্থা অর্জনে সফল হয়। সেই ধারাবাহিকতায় এবার নতুন প্রজন্মের এই মাল্টি পারপাস সিমেন্টের প্রচলনের মাধ্যমে এই অবস্থান হবে আরও সুদৃঢ়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ