ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের হাজিপাড়া এলাকায় একটি পোলট্রি খামারে রহস্যজনকভাবে এক রাতে মারা গেছে প্রায় পাঁচ শতাধিক সোনালী মুরগি।
২ জুলাই বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে করে খামার মালিক আব্দুর রহিম মনা পড়েছেন চরম আর্থিক ক্ষতির মুখে।
খামারি আব্দুর রহিম মনা জানান, ‘রাত ১১টার দিকে মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ি ফিরি। এসব মুরগি আগেই নাজিরহাট বাজারের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল। সকালে সেই ব্যবসায়ী মুরগি নিতে আসার কথা থাকলেও দেখি, সব মুরগি খামারে মৃত পড়ে আছে।’
তিনি আরও বলেন, ‘আমি ১২ বছর ধরে খামার চালাচ্ছি। এমন ভয়াবহ ঘটনা কখনও ঘটেনি। এতে আমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের সহযোগিতা এবং ক্ষতিপূরণ দাবি করছি।’
এলাকাবাসীর ধারণা, খাবারে বিষক্রিয়া অথবা কোনো ভাইরাসজনিত সংক্রমণেই হতে পারে এ বিপর্যয়। তবে বিষয়টি নিশ্চিত না হওয়ায় স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে তদন্তের দাবি উঠেছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। খামারিরা বলছেন, দ্রুত অনুসন্ধান না করলে এ ধরনের ঘটনা অন্যদের খামারেও ঘটতে পারে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available