মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৮ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ এবং একজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব তথ্য জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেন ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শাহীন রহমানকে একক প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে কামাল হোসেনের মনোনয়ন বৈধ এবং অপর প্রার্থী মো. তাজুল ইসলাম তাজের মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মনোনয়ন প্রক্রিয়াধীন ছিল। পরে বিকেলে যাচাই-বাছাই করে মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
মৌলভীবাজারে সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মো. তুষার আহমেদ, শাহ সিতার আহমেদ, অমিত হাসান সাজু ও আমিরুল ইসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ।
ঋণ খেলাপি থাকায় আব্দুল আজিজের প্রার্থিতা স্থগিত বলে ঘোষণা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available