• ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৪৩:৩৯ (22-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১২:৪৩:৩৯ (22-May-2024)
  • - ৩৩° সে:

সেনবাগ উপজেলা নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জেলা রির্টানিং অফিসার জেলা প্রশাসকের হল রুমে যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী রয়েছেন।নির্বাচনে চেয়ারম্যন পদে বৈধ প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী, স্থানীয় এমপির ছেলে উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুল আলম দিপু, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম মানিক, বাফুকের সহ-সভাপতি ও সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক, সেনবাগ আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ও সাবেক পৌরসভার মেয়র আবু জাফর টিপু, সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সদস্য ও সাবেক সহ-সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির ছাত্রলীগের একেএম জাকির হোসেন জুয়েল ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ শিহাব উদ্দিন।ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপিজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গোলাম কবির, এমপির স্থানীয় প্রতিনিধি কামাল উদ্দিন, সেনবাগ পৌরসভা আওয়ামী লীগের সাবেক সেক্রেটারী শাহরিয়ার আলমগীর আলো ও যুবলীগ নেতা এএফএম দিদারুল ইসলাম ।মহিলা (নারী) ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মারিয়াম সুলতানা, উপজেলা মহিলা লীগ নেত্রী রেজিয়া বেগম বকুল, আমেনা খাতুন ও জাহানারা বেগমের নাম ঘোষণা করা হয়েছে।