• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:১২:২৪ (12-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৭শে আশ্বিন ১৪৩১ সকাল ১০:১২:২৪ (12-Oct-2024)
  • - ৩৩° সে:

শপথ গ্রহণ করলেন সাদুল্লাপুর উপজেলা পরিষদের নব নির্বাচিতরা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রেজা ও ভাইসচেয়ারম্যান মোন্তোজার রহমান চঞ্চল ও আক্তার বানু লাকীর শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।৩ জুলাই বুধবার সকাল ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে নির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান।শপথ গ্রহণ শেষে উৎসবমুখর পরিবেশে সাদুল্লাপুরের বিভিন্ন শ্রেণিপেশার সমর্থকদের সাথে নিয়ে সাদুল্লাপুরে ফিরে আসেন তারা। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার কাওছার হাবীবের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিমিয় শেষে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সাধারণ সভায় নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন।নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীবের সঞ্চালনায় মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আব্দুল্যাহেল কবির ফারুক, থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।