বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয়ের সুরে ৭১ থেকে ২৪’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র বাকৃবি শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন সংলগ্ন মুক্তমঞ্চে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী ফরিদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো কবিতা, গান এবং ‘জুলাই মেসাকার আর্কাইভ’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রদর্শন। এগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় এবং তার পরবর্তী সংগ্রামে অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়াই করা মানুষের আত্মত্যাগ তুলে ধরা হয়।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী সৌমিত্র পাল জানান, ‘অনুষ্ঠানটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং শিক্ষামূলক। কবিতা ও গানের মাধ্যমে জুলাই বিপ্লবের গল্প আমাদের অনুপ্রেরণা দেয় এবং সাহসী হতে শেখায়। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান আরও হওয়া প্রয়োজন।’
পশুপালন অনুষদের শিক্ষার্থী শতাব্দী কর বলেন, ‘১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়, আর পরবর্তী ২৪ এ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়। কনসার্ট ফর বাংলাদেশ প্রামাণ্যচিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের মানবিক উদ্যোগ সম্পর্কে অনুপ্রেরণা জুগিয়েছে। একাত্তরের চেতনা এবং ২৪ এর চেতনা কোনোভাবেই ভুলে না যায়, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available