• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৫৫:৩৪ (02-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে বৈশাখ ১৪৩২ সকাল ০৮:৫৫:৩৪ (02-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলবাড়ীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যুব-নেতৃত্বে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

১ মে ২০২৫ সকাল ০৯:১৯:৪০

ফুলবাড়ীতে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যুব-নেতৃত্বে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর আয়োজনে উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় যুব-নেতৃত্বে প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কয়েটি বিষয়ের উপর দাবি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহতাব হোসেন, উপজেলা সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশি হারুর, বড়ভিটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জান্নাতি খাতুন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মনিরুল ইসলাম, বড়ভিটা ইউনিয়নের ১,২ ও ৩ নং মহিলা সংরক্ষিত আসনের নাজমা বেগম, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুল হাসান, শিমুলবাড়ী ইউনিয়নের বেলালা হোসেন, ফুলবাড়ী ইউনিয়নের রবিউল আলম, বড়ভিটা ইউনিয়নের বাবুল হোসেন, ভাঙ্গামোড় ইউনিয়নের সাজেদুল ইসলাম ও কাশিপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলম, চাইল্ড ম্যারেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আব্দুল কুদ্দুস সরকার, ডব্লিউ ফর সিডি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার নুরুন্নবী ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ উপজেলা যুব সংগঠনের প্রতিনিধিগণ।

এ সময় প্রাক বাজেট সভায় উদ্যোক্তা তৈরি, ধরলা নদী ও পুকুর খনন, নদী ভাঙ্গন রোধে স্থায়ীবাধ নির্মাণ, পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি ব্যবহার, পলিথিনের ব্যবহার রোধ,  বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা ও গবাদি পশুর পর্যাপ্ত খাদ্য নিশ্চিত করা বিষয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সারাদেশে আরও ১১৩৭ জন গ্রেফতার
১ মে ২০২৫ রাত ০৮:২৮:২০