• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ রাত ০৮:৪২:০৪ (23-Jan-2026)
  • - ৩৩° সে:
বাকৃবিতে মেছো বাঘের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বাকৃবিতে মেছো বাঘের সফল অস্ত্রোপচার সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালে একটি মেছো বাঘের সফল অস্ত্রোপচার  সম্পন্ন হয়েছে।১৪ জানুয়ারি বুধবার বিষয়টি জানিয়েছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক দীন মোহাম্মদ দীনু।তিনি জানান, গত ১২ জানুয়ারি নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় একটি মেছো বাঘ (ফিশিং ক্যাট) বাকৃবির ভেটেরিনারি হাসপাতালে নিয়ে আসে বনবিভাগের লোকজন। বাকৃবিতে ওই দিনই এর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বাঘটির (ফিশিং ক্যাট) মুখগহ্বর ও রস্ট্রাম অংশে একাধিক ক্ষত ছিল। এর মধ্যে একটি ক্ষত ছিল নিম্ন চোয়ালের বাম ভেন্ট্রোল্যাটারাল অংশে, যার দৈর্ঘ্য প্রায় ২ ইঞ্চি। জিহ্বার অগ্রভাগে প্রায় ৯০ শতাংশ জুড়ে গভীর আড়াআড়ি ছেঁড়া ক্ষত ছিল। এছাড়া উপরের তালুর মধ্যরেখা বরাবর প্রায় ৮০ শতাংশ (দৈর্ঘ্য প্রায় ৩.৫ ইঞ্চি) দীর্ঘ ফাটল দেখা যায়।তিনি আরও জানান, ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ডা. মো. রফিকুল আলমের নেতৃত্বে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলমসহ টীমের সদস্যরা সফলভাবে বাঘটির অস্ত্রোপচার সম্পন্ন করতে সক্ষম হয়েছে।বনবিভাগের কর্মকর্তাগণ বাঘটিকে উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে আসে। বাকৃবির দক্ষ ভেটেরিনারিয়ান চিকিৎসক দল কতৃক প্রাণীটিকে অজ্ঞান করে এসব ক্ষত পরিষ্কার এবং সেলাইয়ের মাধ্যমে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করে।চিকিৎসকগণ জানান, অস্ত্রোপচারের পর অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, অ্যান্টিহিস্টামিনিক এবং তরল থেরাপি দেওয়া হয়েছে। প্রাণীটিকে অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় রাখতে হবে এবং অন্তত দশ দিন নিয়মিত ওষুধ ও ফলোআপ নিশ্চিত করতে হবে।