দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে অভিযান চালিয়ে ৫ জনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
৩০ এপ্রিল বুধবার দিবাগত রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নের ভবানীপুর ও কোরেশমুন্সী নামক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। পরে অভিযুক্তদের ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, অপর ৪ জনের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রতিজনকে ১ হাজার টাকা করে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম। অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কর্তনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।
অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available