• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৬:৩১ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:৩৬:৩১ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সীতাকুণ্ডে দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

১ মে ২০২৫ সকাল ০৯:৪৩:৩০

সীতাকুণ্ডে দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম সীতাকুণ্ডের বারৈয়াঢালায় ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকাসহ ঝর্ণাসমূহে দুর্ঘটনা রোধ কল্পে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বুধবার বিকাল ৪টায় উপজেলার ছোট দারোগারহাট সহস্রধারা ঝর্ণা এলাকায় বন বিভাগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়

এসময় এ.আর এন্টারপ্রাইজ ও গোল্ডেন ট্রেড এর কর্ণধার আলাউদ্দিন রুবেলের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের আহবায়ক ওয়াহিদুল ইসলাম চৌধুরী শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা এস এম কায়সার, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন,উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুরসালিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া, সেক্রেটারী জয়নাল আবেদিন, ইউনিয়ন যুবদলের সভাপতি সালে উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মান্নান, সহ-সভাপতি মো. আনোয়ারুল আজিমসহ প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লায়ন আসলাম চৌধুরী বলেন, কেবল দেশি পর্যটকই নয় বিদেশি পর্যটকদেরও কাছে টানছে সীতাকুণ্ড। পাহাড় সমুদ্রের অপূর্ব মিলনক্ষেত্র এই উপজেলায় অসংখ্য নয়নাভিরাম ঝর্ণা রয়েছে। সহস্রধারা, খৈইয়াছড়া ঝর্ণা তার মধ্যে অন্যতম। আশা করছি, অতীতের সকল গ্লানি ভুলে এই পর্যটন স্পটগুলো নিরাপদ রাখতে বন বিভাগ ও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন খৈইয়াছড়াসহ সর্বমোট পাঁচটি ঝর্ণা উদ্বোধন করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সিলেটে মে দিবস পালন
১ মে ২০২৫ দুপুর ০২:৪৭:৫১