• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৬:২৬:৫০ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ০৬:২৬:৫০ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

২৬ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৩:৫৭:১৭

ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ দেশটির সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত রাখতে পদত্যাগ করেছেন। ফিলিস্তিনের ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ এবং দেশটিতে বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন মাহমুদ আব্বাস।

২৬ ফেব্রুয়ারি সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তার এই পদত্যাগের মধ্যে দিয়ে কার্যত পুরো মন্ত্রিসভার পতন ঘটল। প্রেসিডেন্ট বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য।

মোহাম্মদ শাতায়েহ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি প্রেসিডেন্ট (মাহমুদ আব্বাস) বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং পশ্চিম তীর-জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে আমি এ পদক্ষেপ নিয়েছি।’

শাতায়েহ আরও বলেন, ‘গাজা ভূখণ্ডের পরিস্থিতি এখন আর আগের মতো নেই; নতুন একটি বাস্তবতা সেখানে সৃষ্টি হয়েছে আর সেই বাস্তবতায় ফিলিস্তিনের অখণ্ডতা ও ঐক্য ধরে রখাতে হলে প্রয়োজন নতুন সরকার, নতুন রাজনীতি।

আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরিবর্তিত অবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং এবং এমন একটি সরকারকে ক্ষমতায় বসানো , যে সরকার পুরো ফিলিস্তিনের ঐক্য দৃঢ় করতে পারবে। আমার পদত্যাগের মূল কারণ এটাই বলে জানান তিনি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ