• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৫:৫২ (18-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৫:৫২ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমারা কারও কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না। নিজেদের আমিষ নিজেরাই উৎপাদন করবো, খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করবে সরকার।১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিল দেশের মানুষকে ডালভাত খাওয়াবে। কিন্তু দেশের মানুষকে ডালভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি। বিএনপির সময় দেশে খাদ্য ঘাটতি ছিল।তিনি আরও বলেন, সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি, এটাই ছিল দেশের মানুষের জন্য বড় দুর্ভাগ্য।’৭৫ পরবর্তী সময়ে যারা ক্ষমতায় এসেছিল, তাদের কারও জনগণের প্রতি দায়বদ্ধতা ছিল না। জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও অনেক উন্নত হতো বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।