টুঙ্গিপাড়ায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক-এর পদত্যাগ
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. লিটন শেখ অরুন।১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য উপস্থাপন করেন।মো. লিটন শেখ অরুন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হলেও তিনি কখনোই উক্ত সংগঠনের কোনো কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন না। সংগঠনের কোনো সভা, মিছিল বা রাজনৈতিক কর্মকাণ্ডে তার কোনো অংশগ্রহণ ছিল না।তিনি বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি কোনো সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারেননি। এসব বিষয় বিবেচনায় নিয়ে তিনি স্বেচ্ছায় যুবলীগের পদ ও সংগঠনের সঙ্গে তার সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন।তিনি আরও বলেন, বর্তমানে যুবলীগ কিংবা এর অঙ্গ ও সহযোগী কোনো সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিষয়টি নিয়ে ভবিষ্যতে যেন কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে কারণেই তিনি গণমাধ্যমের মাধ্যমে সর্বসাধারণকে অবগত করতে টুঙ্গিপাড়া মডেল প্রেসক্লাবে উপস্থিত হয়ে পদত্যাগ করেন।এ সময় টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।