• ঢাকা
  • |
  • সোমবার ৯ই ভাদ্র ১৪৩২ রাত ১২:২০:৪৯ (25-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খাবার অব্যবস্থাপনায় সমালোচনার মুখে বেরোবি হল প্রভোস্টের পদত্যাগ

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে গত ৫ আগস্ট ফিস্টের খাবারের নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই চাপে পদত্যাগপত্র দিলেন শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান।৭ আগস্ট বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় রেজিস্ট্রার দপ্তরে পদত্যাগ পত্রে দেওয়া হয়েছে বলে জানান হলের সহকারী রেজিস্টার মো. আলআমিন। পদত্যাগপত্র পেয়েছেন কিনা জানতে চাইলে রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, আমি দেখিনি। অফিসে দিয়েছি কিনা জানা নাই। রবিবার জানতে পারব।এ ব্যাপারে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।এছাড়া আরও বিভিন্ন দপ্তর থেকেও বেশ কয়েকজন শিক্ষক পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।