• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:১২:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:১২:২৭ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা হবে: বাইডেন

২ মার্চ ২০২৪ সকাল ১১:৩৬:০০

গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা হবে: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে। ত্রাণ বহরে হামলায় একশ’রও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পর শুক্রবার বাইডেন এই ঘোষণা দিলেন।

১ মার্চ শুক্রবার হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বাইডেন আরও বলেন, আমাদের আরও কিছু করা প্রয়োজন। যুক্তরাষ্ট্র আরও কিছু করবে।

তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জর্ডানসহ আমাদের অন্য বন্ধুদের সাথে মিলিত হবো এবং অতিরিক্ত খাদ্যসহ অন্যান্য ত্রাণ গাজায় ফেলা শুরু করবো।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালানোর পর থেকে ভূ-খণ্ডটিতে তেল আবিব পাল্টা প্রতিশোধমূলক অভিযান শুরু করে। গাজায় এখন চলছে তীব্র মানবিক সংকট।

এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনাও অব্যাহত রয়েছে। বাইডেন আশা প্রকাশ করে বলেন, শিগগিরই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হবে।

কিন্তু যুদ্ধবিরতির এই আলোচনায় জটিলতা তৈরি হয়েছে ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের ঘটনার কারণে। এই দিন মরিয়া ফিলিস্তিনিরা ত্রাণ বহরের দিকে ছুটে যাওয়ার সময়ে ইসরাইলি হামলায় একশ’রও বেশি লোক নিহত হয়।

এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে।

গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, আমরা এখনও ইসরাইলকে তাদের আত্মরক্ষার স্বার্থে সাহায্য করছি।  সূত্র : রয়টার্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ