• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৪৮:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৪৮:৩২ (20-May-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পাকিস্তানের নির্বাচন: এগিয়ে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ

৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:২৩:৪৬

পাকিস্তানের নির্বাচন: এগিয়ে নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে বৃহস্পতিবার সাধারণ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইন্টারনেট বন্ধ, সহিংসতার মধ্য দিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর শুরু হয়েছে ফল ঘোষণা।

এখন পর্যন্ত ২০টি আসনের ফলাফল জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।

এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)–সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছে ছয়টি আসনে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নয়টি আসনে জয় পেয়েছে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাঁচটি আসনে জয় পেয়েছে, অন্যান্যরা পেয়েছে ১টি আসন।

পাকিস্তানি টেলিভিশনের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের বেসরকারি ফলে শুরুর দিকে ইমরান খানের সমর্থিত প্রার্থীরা এগিয়ে থাকলেও পরে এগিয়ে যায় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লীগ প্রার্থীরা।

২৬৬টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই বৃহস্পতিবার ভোট হয়েছে ২৬৫ আসনে।

এতে প্রায় পাঁচ হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৩১৩।

কারাদণ্ডপ্রাপ্ত পিটিআই প্রধান ইমরান খানের পাশাপাশি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না তার দলের প্রার্থীরাও। তাদের পছন্দের প্রতীক 'ক্রিকেট ব্যাট' বরাদ্দ দেয়নি দেশটির নির্বাচন কমিশন। তাই স্বতন্ত্র হিসেবে লড়ছেন পিটিআই প্রার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ