কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলমের প্রতীক বরাদ্দে চিঠি দেবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের এই রায়ের ফলে তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।২৫ জানুয়ারি রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আদালতের রায়ে প্রার্থিতা বৈধ হওয়ায় নির্বাচন কমিশনের কাছে প্রতীক বরাদ্দের জন্য বিএনপির পক্ষ থেকে চিঠি দেওয়া হবে।এদিন হাইকোর্টে মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান।এর আগে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন মোবাশ্বের আলম ভূঁইয়া। শুনানি শেষে আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রতীক বরাদ্দ শেষে গত ২২ জানুয়ারি থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচারণা শুরু হয়েছে।