‘ফ্যামিলি কার্ড’ ভুয়া: জামায়াত নেতা তাহের
কুমিল্লা প্রতিনিধি : বিএনপির প্রতিশ্রুত ‘ফ্যামিলি কার্ড’ ভুয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।তিনি বলেছেন, “‘ফ্যামিলি কার্ড’ ভুয়া। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এটা বেআইনি। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।”তিনি বলেন, “একটি দল নতুন করে ভারতের সঙ্গে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, চার কোটি যুবক এটা হতে দেবে না।”২৩ জানুয়ারি শুক্রবার বিকালে কুমিল্লা-১১ আসনের নির্বাচনি এলাকা চৌদ্দগ্রামের চিওড়া স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবেন চিন্তা করছেন, তারা বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।”“১২ ফেব্রুয়ারি বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে, আমরা সংখ্যাঘরিষ্ঠ হয়ে সরকার গঠন করব।”সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দেন।