• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩৭:০৫ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী মিছিল ও পথসভা

শ্রীপুরে রিকশা প্রতীকে ১১ দলীয় জোটের প্রার্থী মিছিল ও পথসভা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হক রিকশা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় প্রচারণা চালিয়েছেন।৩০ জানুয়ারি শুক্রবার বিকেলে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় তাঁর নেতৃত্বে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তায় এসে পথসভায় রূপ নেয়। এ সময় বক্তারা বলেন, দেশ ও সমাজকে দুর্নীতি, অনিয়ম ও অবিচার থেকে মুক্ত করতে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের বিকল্প নেই। তারা ভোটারদের রিকশা প্রতীকে ভোট দিয়ে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, শ্রীপুর উপজেলা আমীর নূরুল ইসলাম, এনসিপির নেতা আবু রায়হান মিসবাহসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি সৎ, মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে।কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিল ও পথসভাকে কেন্দ্র করে মাওনা চৌরাস্তা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।