সাভারে জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি: সাভার উপজেলাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ধর্মীয় ব্যক্তবর্গের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ জানুয়ারি সকাল ১১ টায় সাভার উপজেলার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অবহিতকরণ সভায় স্থানীয় সচেতন নাগরিকসহ স্থানীয় প্রশাসন বক্তব্য রাখেন।সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মো. মোজাম্মেল হক এবং এই সভার সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।গণভোট-২০২৬ বিষয়ক অভিহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে সংখ্যাগড়িষ্ঠতার ভিত্তিতে কেউ সংবিধানে হাত দিতে পারবে না। আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দেখিয়ে দিতে চাই জনগণের ভোটের অধিকার। আমরা রাতের ভোট দেখেছি, আমরা ডামি নির্বাচন দেখেছি। এমন নির্বাচন আমরা দেখতে চাই না।অবহিতকরণ সভায় আরও উপস্থিত ছিলেন ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল আমিন, আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার শাহাদাত হোসেন, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার সহ আরও অনেকে।