ইসির কাছে নিরাপত্তা চাইলেন দুই প্রার্থী
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সম্ভাব্য প্রার্থী।তারা হলেন— কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ।১৭ ডিসেম্বর বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেন এই দুই প্রার্থী।কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আবেদন জমা দেন।অন্যদিকে, আসাদুজ্জামান ফুয়াদ নিরাপত্তা ইস্যুতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন।আবেদনে কাজী রেহা কবির সিগমা অভিযোগ করেন, তিনি কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রত্যয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন এবং এতে ব্যাপক জনসমর্থন পাচ্ছেন। এ কারণে তার কর্মী-সমর্থকেরা সক্রিয় হয়ে উঠলেও আইনানুগ গণসংযোগে বাধা সৃষ্টি করতে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার পুলিশ কর্তৃপক্ষ ন্যক্কারজনকভাবে তৎপর হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি এ ঘটনায় নিজের ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।