• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২২:২৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:২২:২৩ (03-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, আটক ৩

২ জুন ২০২৪ সকাল ১১:২৮:৩১

প্রেমিকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, আটক ৩

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিকের সাথে ঘুরতে এসে সংঘবদ্ধ বখাটে চক্রের হাত থেকে পুলিশের অভিযানে রক্ষা পেল এক স্কুল ছাত্রী প্রেমিকা। এ ঘটনায় এক চেয়ারম্যানের পুত্রসহ তিনজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

৩১ মে শুক্রবার দিবাগত রাতে ঘটনাস্থল থেকে চেয়ারম্যান পুত্রকে ও শনিবার ১ জুন সকালে আরও ২ আসামিকে আটক করা হয়। বিকেলে তাদের ৩ জনকে জেল হাজতে প্রেরণ করেছে ভাঙ্গা থানা পুলিশ।

আটকরা হলো- চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লার পুত্র পাচকুল গ্রামের সাইফুর রহমান সুজন (২৫), গোয়ালদী গ্রামের আবুতালেব মিয়ার পুত্র মুন্না মুন্সি (২০) ও হাসামদিয়া গ্রামের মুন্ন মুন্সির পুত্র তাহসিন মুন্সী (২২)।

মামলা সূত্রে জানা যায়, শিবচরের এক স্কুল ছাত্রী (সাদিয়া আক্তার) তার প্রেমিক ইউনুচ সরদারকে নিয়ে ভ্যান যোগে ভাঙ্গা বিশ্বরোড গোল চত্বরে ঘুরতে আসে। এক পর্যায়ে তারা অনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় পৌঁছালে তিন মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে। এ সময় বখাটেরা প্রেমিক ইউনুস সরদারকে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকা সাদিয়া আক্তারকে সড়কের পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

ভাঙ্গা থানার একটি টহল পুলিশ ওই পথ দিয়ে যাওয়ার সময় প্রেমিক ইউনুস সরদার   পুলিশের গাড়ি থামিয়ে ঘটনার বিস্তারিত জানায়। তখন পুলিশ অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে ভিকটিমকে (স্কুল ছাত্রী) উদ্ধার করে এবং চেয়ারম্যানের পুত্র সাইফুর রহমান সুজনকে হাতেনাতে আটক করে। এ সময়ে পুলিশর উপস্থিতি টের পেয়ে সাথে থাকা আরও দুই সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় ঐ শিক্ষার্থীর মা জানান, আমার মেয়ে শিবচর উপজেলার সূর্য নগর টি. এম একাডেমি হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং পাশাপাশি কওমি মাদ্রাসায় লেখাপড়া করে। মাঝে মধ্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই কাজ শিখে।

শুক্রবার রাতে আমি থানা থেকে সংবাদ পেয়ে রাত ১১টার সময় ভাঙ্গা থানায় আসি এবং আমার মেয়ের নিকট থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শুনি। এ ঘটনায় আমি বাদি হয়ে মামলা করছি। পুলিশ আসামিদের গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। আমি আসামিদের সর্বোচ্চ শাস্তি চাই ।

চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা জানান, আমার ছেলে ভাঙ্গা থেকে বাড়ি আসার পথে একটা ছেলে একটা মেয়েকে ভ্যানে খারাপ দৃশ্য দেখে তাদেরকে সতর্ক করেছে। আমার ছেলে নম্র ভদ্র। ছেলেটা ঘটনার সাথে জড়িত নয়।

এ ব্যাপারে শনিবার ১ মে ফরিদপুরের ভাঙ্গা থানার ওসি মো. মামুন আল রশিদ জানান, শিবচর এলাকা থেকে এক স্কুলছাত্রী শুক্রবার বিকেলে ভাঙ্গা গোলচত্বরে ঘুরতে আসছিল। ঘুরা শেষ করে ভ্যান যোগে রাত অনুমানিক সাড়ে ৭টার সময় বাড়ি ফেরার পথে বাবানকান্দা এলাকায় তিন মোটরসাইকেল আরোহী তাদের গতিরোধ করে মেয়েটিকে সড়কের পাশে পাট খেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময়  টহল পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ঘটনার সাথে জড়িত এক ইউপি চেয়ারম্যানের পুত্র সাইফুর রহমান সুজনকে আটক করে। শনিবার সকালে ঘটনার সাথে জড়িত আরো দুইজন আসামিকে আটক করতে সক্ষম হই। এ ঘটনায় মেয়ের মা বাদি হয়ে ভাঙ্গা থানায় একটা ধর্ষণের চেষ্টা মামলা করেছে। বিকেলে ৩ আসামিকে  গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শার্শায় প্রতিবন্ধী সম্মেলন অনুষ্ঠিত
৩ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:১১:৫৯

কক্সবাজারে অস্ত্রসহ আটক ২
৩ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:৫৯







শ্রীপুরে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৬:২৩