গাজীপুরে পূবাইলে দিনে দুপুরে ছিনতাই
পূবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ভাদুন এলাকায় প্রকাশ্য দিবালোকে তিন তরুণীর কাছ থেকে ছুরি ঠেকিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।১১ এপ্রিল শুক্রবার দুপুরে ভাদুন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ডেমর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ভিকটিম তমা রানী সরকার জানান, তিনি নিজ বাড়ি ডেমর পাড়া থেকে ভাদুন এলাকার ভোটকেন্দ্রে যাওয়ার জন্য আরও দুই তরুণীসহ একটি অটোরিকশায় রওনা হন। কিছুদূর যাওয়ার পর একটি মোটরসাইকেলে থাকা তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা দুইজন ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং তাদের ব্যাগ, তিনটি স্মার্টফোন ও সঙ্গে থাকা মোট ৬ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।নিমতলিতে প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ এস.এম. আমিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।