• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:৩৩:০১ (31-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:৩৩:০১ (31-Jul-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

২৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:৩২

চিত্রনায়ক জসিমের ছেলে গায়ক এ কে রাতুল মারা গেছেন

বিনোদন ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওইনডের ভোকালিস্ট ও ফ্রন্টম্যান এ কে রাতুল মারা গেছেন।

২৮ জুলাই শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানীর একটি জিমে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশের ব্যান্ড মিউজিক কমিউনিটি ও দৃক ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এছাড়া রাতুলের মৃত্যুর খবর জানিয়ে তার সহশিল্পীরাও একের পর এক স্ট্যাটাস দিয়েছেন। গায়কের এমন অকালমৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

উল্লেখ্য, এ কে রাতুল ছিলেন বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতজগতের এক উজ্জ্বল নাম। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘1’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘2’ মুক্তি পায়। দুই অ্যালবামই শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে রাতুলের কণ্ঠ শক্তির জন্য।

শুধু গায়ক হিসেবেই নয়, এ কে রাতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও। দেশের রক সংগীতের নানা ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, নায়ক জসীমের তিন ছেলের একজন এ কে রাতুল। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তারা, কাজ করেছেন সংগীতজগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে।

এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত ছিলেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







গাজীপুর বিএনপির প্রস্তুতি সভা
৩০ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:২৬